Saturday, 18 November 2023

The Future Energy Show & Solar Show Philippines

 The Future Energy Show & Solar Show Philippines

The Future Energy Show & Solar Show Philippines is one of the biggest power energy exhibitions in Philippine. Felicity Solar has performed well in the exhibition. Visitors from all over the world stop to exchange ideas in front of our booth. What attracts them? Lithium batteries with Grade A cells? High efficiency inverter? Or durable solar panels? Or is it the patient introduction and careful design of our staff?


The main products shown in our booth:

  • IOTF2401 WiFi Module
  • IVEM3024-3000VA Solar Inverter
  • IVEM5048-5000VA Solar Inverter
  • IVGM5048 Solar Inverter
  • LPBA48300 Solar Battery
  • LPBF48100-M Solar Battery
  • LPBF48150-P Solar Battery
  • LPBF48300 Solar Battery
All in all, it is a great pleasure to meet you here in Philippines. Meanwhile, in Poland, thereanother interesting green energy show, also features Felicity Solar. Come and see us.





One simple step to boost your business
Our Professional Custom Service Team is willing to help. Click the button to start!
Contact Us

Friday, 17 November 2023

আঘাত হেনে দুর্বল ঘূর্ণিঝড় ‘মিধিলি’

 

আঘাত হেনে দুর্বল ঘূর্ণিঝড় ‘মিধিলি


বাংলাদেশের উপকূল অতিক্রম 

আঘাত হেনে দুর্বল ঘূর্ণিঝড় ‘মিধিলি’

অনলাইন ডেস্ক

বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এটি এখন দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালী এলাকায় অবস্থান করছে। বিকেল চারটার দিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপৎ সংকেত ৩ নম্বরে নামিয়ে আনা হয়েছে।

আঘাত হেনে দুর্বল ঘূর্ণিঝড় ‘মিধিলি’

সংগৃহীত ছবি

বাংলাদেশের উপকূল অতিক্রম 

আঘাত হেনে দুর্বল ঘূর্ণিঝড় ‘মিধিলি’

অনলাইন ডেস্ক

বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এটি এখন দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালী এলাকায় অবস্থান করছে। বিকেল চারটার দিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপৎ সংকেত ৩ নম্বরে নামিয়ে আনা হয়েছে।

Loaded23.26%
আর চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়, মিধিলি খুব বড় আকারের ঘূর্ণিঝড় হবে না। বাস্তবেও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীতে। বেলা তিনটার দিকে সেখানে ঘণ্টায় ১০২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায়।

আজ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এলাকায় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'মিধিলি' উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেল ৩টায় উপকূল অতিক্রম শেষ করেছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও এর কাছাকাছি এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের ভেতরে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়েধীরে ধীরে দুর্বল হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Alabama Inmate Executed for the Shooting Death of Man in 1993 Robbery


Alabama Inmate Executed for the Shooting Death of Man in 1993 Robbery











 ATMORE, Ala.—An Alabama inmate of killing a man during a 1993 robbery when he was a teenager was executed Thursday by lethal injection.

Casey McWhorter, 49, was pronounced dead at 6:56 p.m. at a southwest Alabama prison, authorities said. Mr. McWhorter was convicted of capital murder and sentenced to death for his role in the robbery and shooting death of Edward Lee Williams, 34, on Feb. 18, 1993.

Prosecutors said Mr. McWhorter, who was three months past his 18th birthday at the time of the killing, conspired with two younger teenagers, including Williams’ 15-year-old son, to steal money and other items from Williams’ home and then kill him. The jury that convicted Mr. McWhorter recommended a death sentence by a vote of 10–2, which a judge, who had the final decision, imposed, according to court records. The younger teens—Edward Lee Williams Jr. and Daniel Miner, who was 16—were sentenced to life in prison, according to court records.

Thursday, 16 November 2023

অঘটনের বিশ্বকাপে দ্যুতিময় নেদারল্যান্ডস

 অঘটনের বিশ্বকাপে দ্যুতিময় নেদারল্যান্ডস








 দলগুলোর সঙ্গে পার্থক্য কমিয়ে আনছে অন্যরা’, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন নেদারল্যান্ডসের রুলফ ফন ডার মেরওয়া। সেটির প্রমাণ দিতে ডাচরা দেরি করেনি একদমই। উজ্জীবিত ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্সে প্রোটিয়াদেরই হারিয়ে দিয়ে তারা চমকে দেয় ক্রিকেট বিশ্বকে! পাল্টে দেয় গ্রুপের চিত্রপট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলোর এমন বিস্ময় জাগানো জয় এটাই প্রথম নয় অবশ্যই। অতীতে ‘অঘটন’ ঘটেছে আরও। নেদারল্যান্ডসই ২০০৯ ও ২০১৪ সালে ইংল্যান্ডকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিল ক্রিকেট আঙিনায়।

তবে অস্ট্রেলিয়া আসরে শুধু ডাচারাই নয়, নামিবিয়া, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতও দেখিয়েছে তাদের সামর্থ্যের ঝলক। টি-টোয়েন্টিতে যে এখন খুব একটা পিছিয়ে নেই, ভালোভাবেই পেরেছে তারা সেটার জানান দিতে। পরিষ্কার করতে সক্ষম হয়েছে নিজেদের অবস্থান।

এবারের বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে সফল নেদারল্যান্ডস। বাছাই পর্বের চ্যালেঞ্জ পেরিয়ে এতদিন বৈশ্বিক আসরে জায়গা করে নিতে হতো তাদের। সেই বৈতরণী পার হতে না পারায় ২০০৭, ২০১০, ২০১২ আসরে অংশই নিতে পারেনি দলটি।

কিন্তু এবার দুর্দান্ত পারফরম্যান্স করে তারা সরাসরি জায়গা করে নিয়েছে পরের বিশ্বকাপে। ২০২৪ সালের আসরে খেলতে আর বাছাইয়ের ঝামেলায় পড়তে হবে না তাদের।

নেদারল্যান্ডসের মানুষ হয়তো কাতারে ফুটবল বিশ্বকাপে ভার্জিল ফন ডাইক, ফ্রেংকি ডি ইয়ংদের সম্ভাবনা কতটুকু সেটা নিয়েই উদ্বেলিত। অস্ট্রেলিয়ায় বাস ডে লেডে, কলিন আকারম্যানদের দুর্দান্ত পারফরম্যান্স হয়তো ডাচদের বেশিরভাগেরই অজানা। তবে এমন পারফরম্যান্সের পর ক্রিকেট দল বাড়তি মনোযোগ দাবি করতেই পারে।

বাছাই পেরিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে অংশ নেওয়া নেদারল্যান্ডস প্রাথমিক পর্বে হারিয়ে দেয় আমিরাত ও নামিবিয়াকে। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও দেখায় লড়াইয়ের মানসিকতা। দুই জয়ের সুবাদে তারা প্রথমবারের মতো ওঠে সুপার টুয়েলভে।

মূল পর্বেও উজ্জ্বল পারফরম্যান্স উপহার দেয় দলটি। বাংলাদেশের বিপক্ষে পারেনি একটুর জন্য। ওই ম্যাচ জিতে গেলে সেমি-ফাইনালের দৌড়ে বেশ ভালোভাবেই থাকত ডাচরা। অন্য সব সমীকরণ সঙ্গ দিলে হয়তো শেষ চারে উঠেও যেত দলটি।